Hear Quraan Majeed from TV

Search by www.Google.com

সূরা আল-ইনফিতার

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
۞ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ [٨٢:١]
যখন আকাশ বিদীর্ণ হবে, [৮২:১]

﴿١﴾


وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ [٨٢:٢]
যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, [৮২:২]
﴿٢﴾


وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ [٨٢:٣]
যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, [৮২:৩]
﴿٣﴾


وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ [٨٢:٤]
এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে, [৮২:৪]
﴿٤﴾


عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ [٨٢:٥]
তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। [৮২:৫]
﴿٥﴾


يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ [٨٢:٦]
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল? [৮২:৬]
﴿٦﴾


الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ [٨٢:٧]
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন। [৮২:৭]
﴿٧﴾


فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ [٨٢:٨]
যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন। [৮২:৮]
﴿٨﴾


كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ [٨٢:٩]
কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর। [৮২:৯]
﴿٩﴾


وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ [٨٢:١٠]
অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে। [৮২:১০]
﴿١٠﴾


كِرَامًا كَاتِبِينَ [٨٢:١١]
সম্মানিত আমল লেখকবৃন্দ। [৮২:১১]
﴿١١﴾


يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ [٨٢:١٢]
তারা জানে যা তোমরা কর। [৮২:১২]
﴿١٢﴾


إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ [٨٢:١٣]
সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে। [৮২:১৩]
﴿١٣﴾


وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ [٨٢:١٤]
এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে; [৮২:১৪]
﴿١٤﴾


يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ [٨٢:١٥]
তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে। [৮২:১৫]
﴿١٥﴾


وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ [٨٢:١٦]
তারা সেখান থেকে পৃথক হবে না। [৮২:১৬]
﴿١٦﴾


وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ [٨٢:١٧]
আপনি জানেন, বিচার দিবস কি? [৮২:১৭]
﴿١٧﴾


ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ [٨٢:١٨]
অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি? [৮২:১৮]
﴿١٨﴾


يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ [٨٢:١٩]
যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃত্ত্ব হবে আল্লাহর। [৮২:১৯]
﴿١٩﴾


   

No comments:

Post a Comment

Read more

০১ নং সূরা (1) ১০০ নং সূরা (1) ১০১ নং সূরা (1) ১০২ নং সূরা (1) ১০৩ নং সূরা (2) ১০৪ নং সূরা (1) ১০৫ নং সূরা (1) ১০৬ নং সূরা (1) ১০৭ নং সূরা (1) ১০৮ নং সূরা (1) ২৫৫ নং আয়াত (1) ৮৪ নং সূরা (2) ৮৬ নং সূরা (1) ৮৭ নং সূরা (1) ৮৮নং সূরা (1) ৮৯নং সূরা (1) ৯০ নং সূরা (1) ৯১ নং সূরা (1) ৯২ নং সূরা (1) ৯৩ নং সূরা (1) ৯৪ নং সূরা (1) ৯৬ নং সূরা (1) ৯৭ নং সূরা (1) ৯৮ নং সূরা (1) ৯৯ নং সূরা (1) Ayatul Kurchi (1) Falaq (1) Fatiha (1) Ikhlaas (1) Naas (1) Tin (1) Writers Wanted (1) আত-তাকভীর (1) আত-তাকাছুর (1) আত-তারিক (1) আত-তীন (1) আদ-দূহা (1) আবাসা (1) আয-যিলযাল (1) আল-আদীয়াত (1) আল-আ‌লা (1) আল-আলাক (1) আল-কাঊছার (1) আল-কারিআহ্ (1) আল-কুরআন মাজীদ (34) আল-গাসিয়া (1) আল-ফজর (1) আল-ফিল (1) আল-বাইয়েনা (1) আল-বালাদ (1) আল-বুরূজ (1) আল-মাঊন (1) আল-লাঈল (1) আল-হুমাযাহ্ (1) আশ-শামস্ (1) আশ-শারহ (1) ইনফিতার (1) ইনশিকাক (1) কুরাঈশ (1) নোটিশ বোর্ড (1) মুতাফ্ফিফিন (1) সালাতের সময় সূচী (2) সূরা আততীন (2) সূরা আল ইখলাস (1) সূরা আল-আসর (2) সূরা আল-ইমরান (1) সূরা আল-ফাতিহা (2) সূরা আল-বাকারা (2) সূরা আল-মায়েদা (1) সূরা আল-হাশর (1)