Hear Quraan Majeed from TV

Search by www.Google.com

সূরা আল-বুরূজ


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ [٨٥:١]
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের, [৮৫:১]
﴿١﴾


وَالْيَوْمِ الْمَوْعُودِ [٨٥:٢]
এবং প্রতিশ্রুত দিবসের, [৮৫:২]
﴿٢﴾


وَشَاهِدٍ وَمَشْهُودٍ [٨٥:٣]
এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয় [৮৫:৩]
﴿٣﴾


قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ [٨٥:٤]
অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থা, [৮৫:৪]
﴿٤﴾


النَّارِ ذَاتِ الْوَقُودِ [٨٥:٥]
অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা; [৮৫:৫]
﴿٥﴾


إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ [٨٥:٦]
যখন তারা তার কিনারায় বসেছিল। [৮৫:৬]
﴿٦﴾


وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ [٨٥:٧]
এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল। [৮৫:৭]
﴿٧﴾


وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ [٨٥:٨]
তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, [৮৫:৮]
﴿٨﴾


الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ [٨٥:٩]
যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু। [৮৫:৯]
﴿٩﴾


إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ [٨٥:١٠]
যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা, [৮৫:১০]
﴿١٠﴾


إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ [٨٥:١١]
যারা ঈমান আনে ও সকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য। [৮৫:১১]
﴿١١﴾


إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ [٨٥:١٢]
নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। [৮৫:১২]
﴿١٢﴾


إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ [٨٥:١٣]
তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। [৮৫:১৩]
﴿١٣﴾


وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ [٨٥:١٤]
তিনি ক্ষমাশীল, প্রেমময়; [৮৫:১৪]
﴿١٤﴾


ذُو الْعَرْشِ الْمَجِيدُ [٨٥:١٥]
মহান আরশের অধিকারী। [৮৫:১৫]
﴿١٥﴾


فَعَّالٌ لِّمَا يُرِيدُ [٨٥:١٦]
তিনি যা চান, তাই করেন। [৮৫:১৬]
﴿١٦﴾


هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ [٨٥:١٧]
আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি? [৮৫:১৭]
﴿١٧﴾


فِرْعَوْنَ وَثَمُودَ [٨٥:١٨]
ফেরাউনের এবং সামুদের? [৮৫:১৮]
﴿١٨﴾


بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ [٨٥:١٩]
বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে। [৮৫:১৯]
﴿١٩﴾


وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ [٨٥:٢٠]
আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন। [৮৫:২০]
﴿٢٠﴾


بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ [٨٥:٢١]
বরং এটা মহান কোরআন, [৮৫:২১]
﴿٢١﴾


فِي لَوْحٍ مَّحْفُوظٍ [٨٥:٢٢]
লওহে মাহফুযে লিপিবদ্ধ। [৮৫:২২]
﴿٢٢﴾


 .   

No comments:

Post a Comment

Read more

০১ নং সূরা (1) ১০০ নং সূরা (1) ১০১ নং সূরা (1) ১০২ নং সূরা (1) ১০৩ নং সূরা (2) ১০৪ নং সূরা (1) ১০৫ নং সূরা (1) ১০৬ নং সূরা (1) ১০৭ নং সূরা (1) ১০৮ নং সূরা (1) ২৫৫ নং আয়াত (1) ৮৪ নং সূরা (2) ৮৬ নং সূরা (1) ৮৭ নং সূরা (1) ৮৮নং সূরা (1) ৮৯নং সূরা (1) ৯০ নং সূরা (1) ৯১ নং সূরা (1) ৯২ নং সূরা (1) ৯৩ নং সূরা (1) ৯৪ নং সূরা (1) ৯৬ নং সূরা (1) ৯৭ নং সূরা (1) ৯৮ নং সূরা (1) ৯৯ নং সূরা (1) Ayatul Kurchi (1) Falaq (1) Fatiha (1) Ikhlaas (1) Naas (1) Tin (1) Writers Wanted (1) আত-তাকভীর (1) আত-তাকাছুর (1) আত-তারিক (1) আত-তীন (1) আদ-দূহা (1) আবাসা (1) আয-যিলযাল (1) আল-আদীয়াত (1) আল-আ‌লা (1) আল-আলাক (1) আল-কাঊছার (1) আল-কারিআহ্ (1) আল-কুরআন মাজীদ (34) আল-গাসিয়া (1) আল-ফজর (1) আল-ফিল (1) আল-বাইয়েনা (1) আল-বালাদ (1) আল-বুরূজ (1) আল-মাঊন (1) আল-লাঈল (1) আল-হুমাযাহ্ (1) আশ-শামস্ (1) আশ-শারহ (1) ইনফিতার (1) ইনশিকাক (1) কুরাঈশ (1) নোটিশ বোর্ড (1) মুতাফ্ফিফিন (1) সালাতের সময় সূচী (2) সূরা আততীন (2) সূরা আল ইখলাস (1) সূরা আল-আসর (2) সূরা আল-ইমরান (1) সূরা আল-ফাতিহা (2) সূরা আল-বাকারা (2) সূরা আল-মায়েদা (1) সূরা আল-হাশর (1)